শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার উপজেলার ৫টি এসএসসি, ৪টি দাখিল ও একটি ভোকেশনাল কেন্দে্র পরীক্ষা গ্রহন শুরু হয়। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার ৫টি কেন্দে্র ২২৫৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ গ্রহনের কথা থাকলেও ৩০ জন অনুপস্থিত ছিল। দাখিল পরীক্ষা কেন্দে্রর মধ্যে আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দে্র ৩৪৪ জনের মধ্যে ৩৩৭ জন, গুনাকরকাটি কামিল মাদ্রাসা কেন্দে্র ৩২৩ জনের মধ্যে ৩০৯ জন, প্রতাপনগর ফাযিল মাদ্রাসা কেন্দে্র ২২৬ জনের মধ্যে ১৯৮ জন ও মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দে্র ১৭৫ জনের মধ্যে ১৫৭ পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রটবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com