আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ^কাপ খেলবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। যে কারণে ৩৭ বছর বয়সী কিংবদন্তি ফুটবলারের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ^কাপে খেলা নিয়ে চলছে নানা গুঞ্জন—কানাঘুষা। ব্যাপারটি স্পষ্টভাবে জানতে মেসিকে ইতিপূর্বে কয়েকবার প্রশ্ন করা হলেও সরাসরি কিছু বলেননি। সর্বশেষ ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজকে মেসির অবসর নিয়ে জিজ্ঞেস করা হয়। সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়, তিনি মেসির সঙ্গে অবসরের বিষয়ে কথা বলেন কি না। জবাবে উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ স্প্যানিশ দৈনিক সংবাদপত্র ‘এলপেইস’কে বলেন, ‘না, আমরা সেই বিষয়ে মজা করে অনেক সময় কথা বলি। তবে ওর (মেসি) এখনও আগামী বছরের বিশ^কাপে খেলার ইচ্ছা আছে। জাতীয় দল থেকে কিছুটা দূরে থাকার ফলে আমার ইচ্ছে কিছুটা কমে গেছে, কিন্তু আমরা অবসর নিয়ে এখনো ঠিকঠাক কথা বলিনি।’ আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি ক্যারিয়ারের সেরা মুহূর্ত উপভোগ করেন কাতার বিশ^কাপে। আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২—১ গোলে হারের পর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন করেছিলেন আর্জেন্টিনাকে। এরপর জাতীয় দলের সঙ্গে ২০২৪ সালে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকাও জয় করেন তিনি। দক্ষিণ আমেরিকা বাছাইপর্ব থেকে ইতোমধ্যেই ২০২৬ বিশ^কাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা। তবে সুয়ারেজ নিশ্চিত করে বলেননি, মেসি এ আসরে খেলবেন। সুয়ারেজ বলেন, ‘না, না, না, আমি তাকে (মেসি) এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করি নাৃ। আমি জানি ও কেমন, তাই এ বিষয়ে কিছুই জিজ্ঞাসা করি না। সময়ই সব কিছু বলে দেবে।’ এদিকে সুয়ারেজও এখনো অবসরের সিদ্ধান্ত নেননি। নিজের অবসর নিয়ে উরুগুয়ে ফরোয়ার্ড বলেন, ‘সময়ই বলে দেবে আমি আর কতদিন খেলতে পারবো। তবে এখনো আমার মধ্যে খেলার আগ্রহ আছে, প্রতিযোগিতা করার আগ্রহ আছে। যতদিন এই আগ্রহ থাকবে, যতক্ষণ পারছি খেলে যাবো। আমার নির্দিষ্ট করে বলা নেই যে, এ বছর বা আগামী বছর। যতদিন মন চায়, শরীর সাড়া দেয়, ততদিন আমি খেলে যেতে চাই।’ সুয়ারেজ জানান, এখনো কিছু অর্জনের লক্ষ্য নিয়ে খেলেন তিনি। বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড বর্তমানে ক্যারিয়ারে ৬০০ গোল থেকে মাত্র ১৩ গোল দূরে এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ ১০ জনের তালিকায় প্রবেশ করতে আরও ৩৪ গোল দরকার তার। তিনি বলেন, ‘৩৮ বছর বয়সেও আমার মনে স্থির করেছি এমন একটি লক্ষ্য অর্জনের। যা একজন উরুগুয়ের ফুটবলারের জন্য হবে অনন্য কিছু। সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে থাকা। এটা হবে অসাধারণ কিছু। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি এবং এগুলো অর্জনের জন্য এখনো আমার মধ্যে ইচ্ছা কাজ করে।’ যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) দ্বিতীয় মৌসুমে মিয়ামির হয়ে ১৩ ম্যাচে ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করা সুয়ারেজ জানান, চুক্তি শেষ হলেও তিনি ক্লাবের সঙ্গে থাকতে পারেন। সুয়ারেজ বলেন, ‘যদি আমি অনুভব করি যে আমি সক্ষম এবং তারা (ইন্টার মিয়ামি) দেখে যে আমি সাহায্য করতে পারছি, তাহলে তারা চুক্তি নবায়নে আগ্রহী। তবে এখনও মৌসুমের শুরু, মাত্র কয়েক মাস হয়েছে। বছর শেষে ক্লাব ও আমি কী অবস্থায় থাকি, তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ মায়ামির সাফল্যের কথা উল্লেখ করে সুয়ারেজ বলেন, ‘আমি ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে খুশি। কারণ প্রথমবারের মতো আমরা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে পৌঁছেছি। আমি সত্যিই রোমাঞ্চিত এবং দলের এই অগ্রগতি উপভোগ করছি।’