সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, বহু হতাহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাসতুং জেলার দাস্ত রোডে গতকাল মঙ্গলবার পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। এতে অন্তত তিনজন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, কালাত থেকে পুলিশদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইে¤প্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে হামলা চালানো হয়। এতে বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টাবুলারির তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে মাসতুংয়ের উপ—পুলিশ সুপার ইউনাস মাগসি আহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন। শহীদ রিন্দ জানান, আহত সব পুলিশকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের গাড়িতে হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদনে চাওয়া হয়েছে বলে জানান তিনি। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সা¤প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com