বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

ট্রাম্প আরোপিত শুল্কে স্পেনের বার্বি ব্যবসায়ীদের উদ্বেগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে সুদূর স্পেনেও। দেশটির ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র বিদেশি পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় বার্বি পুতুলের দাম বেড়ে যেতে পারে। খবর বিবিসির। স্পেনের বার্বি পুতুলের জনপ্রিয় অনলাইন ইনফ্লুয়েন্সার নোয়েমি লামা (যিনি অনলাইনে মিসটিক নামে পরিচিত) বলেন, ট্রাম্প আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করলে পুতুলের দাম বেড়ে যেতে পারে। বার্বির প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে লামা আরও বলেন, ‘বার্বি আমার অস্তিত্বের অংশ। এটি শুধু একটি পুতুল নয়, বরং আমার সৃজনশীলতা ও সৌন্দর্যের প্রতীক।’ স্পেনের আরেক বার্বি পুতুল দোকানের মালিক গ্লোরিয়া ডিয়েজও তার ব্যবসার ওপর এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে আসা তথ্যে নজর রাখছি। কারণ বাজারের অস্থিরতার কারণে শিগগিরই দাম বাড়তে পারে। ডিয়েজও আশঙ্কা করেন, উৎপাদনকারী ও সরবরাহকারীদের খরচ বাড়লে শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরেই শুল্কবৃদ্ধির প্রভাব পড়বে। গত সপ্তাহে ট্রাম্প বিশ্বজুড়ে নতুন উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে এরপর তিনি জানিয়েছেন, চীন বাদে বাকি দেশগুলোর ওপর ৯০ দিনের শুল্ক ছাড় দেওয়া হবে। বার্বি পুতুল স্পেনে খুবই জনপ্রিয়। দেশটিতে বার্বি পুতুলের অনেক ক্রেতা রয়েছেন, যারা বিশেষ করে স্প্যানিশ সংস্করণ ও ভিনটেজ বার্বি পুতুল সংগ্রহ করে থাকেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com