বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

রতনপুরে গরুর হাট উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সাড়া!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ বহু প্রতীক্ষার পর অবশেষে কালিগঞ্জের ঐতিহ্যবাহী রতনপুর গরুর হাট পুনরায় চালু হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে গরুর হাটের নতুন যাত্রা শুরু হয়। উদ্বোধনের দিনই ব্যাপক সাড়া ফেলেছে হাটটি। গত কয়েক বছর বন্ধ থাকার পর সোমবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত গরুর হাট চলে। ইজারাদার কাজী আফছারুল ইসলাম জানান, উদ্বোধনী দিনে ৭২টি গরুর পাশ কাটা হয়েছে এবং প্রায় ২০টি গরু বিক্রিও হয়েছে। তিনি বলেন, প্রথম দিনেই ভালো সাড়া পেয়েছি। আশা করছি রতনপুর গরুর হাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। অতীতে এই হাটটি শুধু শুক্রবার বসতো। এবারই প্রথমবারের মতো সপ্তাহের শুরুতে সোমবার হাট বসানো হয়, এতে ব্যাপারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যশোর, শার্শা, কলারোয়া, নুরনগর, এমএমপুর, উকশাসহ স্থানীয় এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক গরু ব্যাপারী হাটে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখ যোগ্য ছিলেন আব্দুস সামাদ, ইসলাম আলী, আব্দুল ওয়াহাব, আব্দুল আজিজ, ইকবাল হোসেন এবং মাহতাব উদ্দীন। গরু ব্যবসায়ী আলহাজ্ব নুর আলী বরকন্দাজ জানান, “ব্রিটিশ আমলে তৈরি এই হাটটি ইতিহাস বহন করে। মাঝে কয়েক বছর বন্ধ থাকলেও এবার আবার চালু হওয়ায় আমরা খুবই খুশি।” তিনি আরও জানান, আগে সপ্তাহে দুই দিন গরু ও ছাগলের হাট বসতো, তবে গত দুই বছর গরুর হাট বন্ধ ছিল। কেবল ছাগলের বেচাকেনা হতো। বর্তমান ইজারাদার কাজী আফসারুল ইসলাম জানান, তিনি সরকারি খাতে ৪ লাখ ৫ হাজার ২’শ ৫০ টাকা জমা দিয়ে হাটটি ইজারা নিয়েছেন। তিনি প্রতিটি গরুর জন্য ৩০০ টাকা করে পাশ গ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শতাধিক গরু ব্যাপারী এবং অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রতনপুর গরুর হাটের এই নবযাত্রা শুধু একটি হাটের পুনরুজ্জীবন নয়, বরং এলাকার অর্থনীতিতে প্রাণ ফেরানোর আশাব্যঞ্জক সূচনা হিসেবেই দেখছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com