বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার \ ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে গত সোমবার ১৪ এপ্রিল সকাল ৭টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে সংস্কৃতি মনা বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, ফিফা রেফারি ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধান, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। পরে সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বিগত বছরের হর্ষ, বিষাদ, দুঃখ, কষ্ট, গ্লানি ভুলে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে বর্ষবরণের দিনে বিভিন্ন সামাজিক সংস্কৃতি অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে দিনটি রাঙিন হয়ে ওঠে। সকল শ্রেণী পেশা মানুষ শিশু, বৃদ্ধা বণিতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রত্যেকটি অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com