শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাজা ‘গণকবরে’ পরিণত হয়েছে: এমএসএফ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : গতকাল বুধবার চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে যে, ইসরাইলের সামরিক অভিযান ও মানবিক সহায়তায় বাধা প্রদান, গাজাকে ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা মানুষের কবরস্থানে পরিণত করেছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল, পরবর্তী পর্যায়ের মতবিরোধের মধ্যে দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্চ মাসে ফিলিস্তিনি ভ‚খÐে পুনরায় ইসরাইল হামলা শুরু করে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আগে গত ২ মার্চ থেকে ইসরাইল মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, চিকিৎসা সরবরাহ, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি রয়েছে। এমএসএফ-এর সমন্বয়কারী আমান্দে বাজেরোলে বলেন, ‘গাজা ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে।’ গত মাসে, ইসরাইলি বাহিনী গাজায় অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে ১৫ জন চিকিৎসক ও উদ্ধারকর্মীকে হত্যা করে, যা আন্তর্জাতিক নিন্দার জন্ম দেয়। বাজেরোল আরো বলেন, ‘আমরা এই সময়ে গাজার সমগ্র জনসংখ্যার ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করছি।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বা তাদের সাহায্য করার চেষ্টাকারীদের জন্য কোথাও নিরাপদ স্থান না থাকায়, মানবিক সহায়তা সংস্থাগুলো নিরাপত্তাহীনতা ও সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে পড়েছে।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com