দেবহাটা অফিস \ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গতকাল দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাহিত্য পরিষদের প্রধান কার্যালয় কুলিয়া পীরবাড়ীতে উক্ত আলোচনা ও কবিতা পাঠকের আসরে সাতক্ষীরা সাহিত্য পরিষদের দেবহাটা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক রাজু আহমেদ। স্বরচিত কবিতা পাঠ করেন যথাক্রমে, কবি রিয়াজুল ইসলাম, ডাঃ বাসনা কুমার মন্ডল, ডাঃ সালেক রেজা, আসমা খাতুন, কবি আক্তার আলী, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, শহিদুল ইসলাম, কানাইলাল মৃধা, ডাঃ জামালউদ্দীন মহিদুল ইসলাম, আনিসুর রহমান, ডাঃ আইয়ুব হোসেন, ডাঃ দীপঙ্কর, হারান সরকার, দুলাল চন্দ্র, মহিউদ্দিন আহমেদ, সাদিয়া সুলতানা প্রমুখ।