খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি \ খলিষখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের দুস্থ মানুষের মাঝে ভিজি এফ চাল বিতরন করা হয়েছে। সোমবার সকালে খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে চত্বরে চালবিতরন কর্মসুচির উদ্ভোধন করেন খলিষখালি ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন। চালবিতরনকালে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য উত্তম কুমার দে, রবিউল ইসলাম, সোলাইমান হোসেন,চায়না রানী,তপন বাছাড়, সবুজ সরদার, মোল্যা শফিকুল ইসলাম, সুবীর দাশ, আসাদুল গাজী, ইউপি সচিব বিশ্বজিৎ রায় প্রমূখ। ১১৯৫ জন কার্ডধারীরা মাঝে মাথাপিছু ১০কেজি চাউল উপহার দেওয়া হয়।