এম.আসাদ শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর উপজেলায় অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শ্যামনগর মানব কল্যান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার কৈখালী, রমজাননগর, বুড়িগোয়ালিনী, ঈশ্বরীপুর ও শ্যামনগর সদর ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরি খাদ্য সামগ্রী হিসেবে চাউল, সয়াবিন তৈল, আলু, পেয়াজ, খেজুর, ছোলা, মুড়ি প্রভৃতি বিতরণ করেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মফিজুল ইসলাম। এসময় তিনি বলেন, রমজান মাসে রোজা থেকে খাদ্য সামগ্রী নিতে আসতে কষ্ট হবে বিধায় আমাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে গরীব অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার ও সাহরি সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া এবং সার্বিক সহযোগিতা করবেন যাতে ভবিষ্যতে আমরা ব্যাপক আকারে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি।