স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা এগারআনি জামে মসজিদে ৫০ হাজার টাকার অনুদানপত্র প্রদান করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। গতকাল লাবসা ইউনিয়নের লাবসা এগারআনি জামে মসজিদের সভাপতি প্রাক্তণ শিক্ষক মো. আবুল হোসেন হাতে অনুদানপত্র তুলেদেন প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির সুবিধা। দেশের অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সকল ক্ষেত্রে উন্নত হয়েছে। করোনা প্রতিরোধে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন তিনি।’ এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক খোকন, ফিংড়ী ইউপি সদস্য মো. জাহিদুজ্জামান (বাবু) ফিংড়ী ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য সালমা খাতুন, ব্রাহ্মরাজপুর ইউপি সদস্য আফরোজা খাতুন প্রমুখ।