শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কঙ্গোতে বোটে আগুন নিহত ৫০, নিখোঁজ ১শ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

দৃষ্টিপাত ডেস্ক \ কঙ্গোতে বোটে আগুন লেগে নিহত হয়েছেন ৫০ জন। নিখোঁজ আরও ১০০। স্থানীয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, ওই বোটে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। উত্তর-পশ্চিমাঞ্চলের ইকুয়েটর প্রদেশের এমবান্ডাকার কাছে বোটটিতে আগুন লাগে। এ সময় তা যাত্রীদের নিয়ে মাতানকুমু বন্দর থেকে বোলোম্বার দিকে যাচ্ছিলো। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। বোটে একজন যাত্রী খাবার রান্না করার সময় আগুন লাগে। কঙ্গোতে বোটে আগুন লাগা অবশ্য সাধারণ ও নৈমিত্তিক ঘটনা। আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই পুরো বোটে তা ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে পানিতে ঝাঁপ দেন বেশ কয়েকজন যাত্রী। এর মধ্যে শিশু, নারীও ছিলেন। সাঁতার না জানার কারণে অনেকে ডুবে যান। যারা বোটে ছিলেন তারা গুরুতর ভাবে দগ্ধ হয়েছেন। ১০০ জনকে উদ্ধার করে এমবাকান্ডা টাউন হলে জরুরি আশ্রয় দেয়া হয়। রেডক্রসের কর্মী ও প্রাদেশিক উদ্ধারকারী দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কর্তৃপক্ষ অবশ্য আশঙ্কা করেছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মিডিয়াকে ওই দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন স্থানীয় নদীবিষয়ক কমিশনার লোয়োকে। অতিরিক্ত যাত্রী বহন, পর‌্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাবে কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির মতো ঘটনা ঘটে। ২০২৪ সালের ডিসেম্বরে বড় দিন উৎসবের সময় একটি ফেরি ডুবে ৩৮ জন নিহত হন। অক্টোবরে কিভু হ্রদে নৌকা ডুবে ৭৮ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com