(সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীর াসদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের আয়োজনে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বিলকিস আক্তার মজুমদারের বিদয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস বিভাগের সহ.অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে “বিদায় বলতে পারি, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কখনো শেষ হবে না” এ প্রতিপদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অত্র কলেজের আয়োজনে অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেনঅত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন। এসময় অন্যদের মধ্যে স্মৃতিচারন মৃলক বক্তব্য রাখেন সহ. অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহ. অধ্যাপক জেসমিন নাহার সহ.অধ্যাপক আব্দুল মান্নান সহ. অধ্যাপক জি এম আলমঙ্গীর হোসেন, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ঝাউডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির সহ. অধ্যাপক ইকবাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ. অধ্যাপক মোল্লা কামাল হোসেন, সহ. অধ্যাপক বখতিয়ার হোসেন, সহ. অধ্যাপক অহিদুল ইসলাম, সহ. অধ্যাপক রীনা সালমা প্রভাষক কামরুন্নাহার, প্রভাষক রাশেদ রেজা তরুন প্রভাষক আবু হেলাল, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, প্রভাষক লিটন হোসেন সহ অন্যান্য শিক্ষক কর্মচারী।