শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনা পাইকগাছা উপজেলার এক হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেনের তত্ত্বাবধানে পাইকগাছা থানার এসআই অমিত দেবনাথ বিকাশে অন্যত্র চলে যাওয়া ১ লক্ষ টাকা উদ্ধার করে ব্যবসায়ীর হাতে তুলে দেন ভুক্তভোগী উপজেলার গজালিয়া চৌরাস্তা সংলগ্ন বাজারের হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের সুজা উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩৯) কাঙ্ক্ষিত নাম্বারের পরিবর্তে ভুলবশত ওপর একটি বিকাশ নাম্বারে এক লক্ষ টাকা পাঠিয়ে দেন। পরে তিনি পাইকগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ডিজিটাল উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা জেলা আওতাধীন ঐ ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করে আজ ১১দিন পরে ঐ ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন। মোঃ সেলিম হাওলাদার বলেন, ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রæত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের আন্তরিকতায় এস আই অমিত দেবনাথের আপ্রাণ চেষ্টায় আজ আমি পাইকগাছা থানা পুলিশের কাছে কৃতজ্ঞ। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রিসুর রহমান, সাব ইন্সপেক্টর নুর-আলম, ভুক্তভোগী মোঃ সেলিম হাওলাদার, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, শাহজামান বাদশা ও মোঃ খোরশেদ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com