শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নূরনগরের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগটিত হয়েছে। গত বুধবার রাত আনুমানিক ১২টার দিকে উক্ত প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের গেটের তালা ও শ্রেণীকক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অজ্ঞাতনামা কে বা কাহারা পাঠদান কক্ষের ৭টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। উক্ত চুরির ঘটনায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর কুমার ঘোষ শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চুরির ঘটনা অত্র বিদ্যালয়ে এই প্রথম নয় এর আগেও বিদ্যালয়টি ছুটি থাকা অবস্থায় নতুন ভবনের ইন্টারনেট সংযোগের রাউটার ও অন্যান্য মালামাল চুরি হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর কুমার ঘোষ। তিনি আরও বলেন, বিদ্যালয়টিতে নৈশপ্রহরি না থাকায় এ ধরনের চুরি বারবার সংগটিত হচ্ছে। বিদ্যালয়ে চুরির বিষয় এলাকাবাসীর সাথে কথা বললে এলাকাবাসী মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানায় এ ধরনের চুরি এলাকার বিভিন্ন স্থানে হচ্ছে এবং এর কারণ হিসেবে তারা বলেন অত্র এলাকায় মাদকের সাথে সম্পৃক্ত উঠতি বয়সের অনেক ছেলেরা। আর এই মাদকের টাকা জোগাড় করতেই এলাকায় বিভিন্ন ধরনের চুরি হচ্ছে বলে ধারণা তাদের। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকায় শান্তিপ্রিয় সাধারণ মানুষের মধ্যে এক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকাবাসী চুরিও মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো সহ নিয়মিত রাত্রিকালীন টহলের দাবী জানান। এ বিষয় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা এর সাথে কথা বললে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, অভিযোগ পেয়েছি অতি দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com