শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

এফএনএস: বাগেরহাটের মোংলায় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির শেখ গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। তখন হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, যেহেতু এটি বজ্রপাতে এক ধরনের স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোনও বিষয় আর এখানে আসছে না কিংবা থাকছেও না। আর এ ব্যাপারে পরিবারেরও কোনও অভিযোগ নেই। তাই আইনি কোনও প্রক্রিয়া নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com