শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এফএনএস: খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার কাঁঠালতলা স্কুলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধপোড়ানো রয়েছে বলে পুলিশ জানায়। ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, কাঁঠালতলা স্কুলের পেছনে অজ্ঞাত নারীর লাশ অর্ধপোড়ানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং আলামত সংগ্রহের চেষ্টা করছে। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনি আরও বলেন, লাশ শনাক্তকরণের জন্য স্থানীয়দের দেখানো হলেও কেউ শনাক্ত করতে পারেনি। পুড়ে যাওয়ায় তার মুখের আকার বোঝা যাচ্ছে না। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি ধারণা করছেন, অন্য কোথাও হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে এনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com