শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রতাপনগরে রাতের আঁধারে কৃষকের লক্ষাধিক টাকার তরমুজ নষ্ট করলো দুর্বৃত্তরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধি \ প্রতাপনগরে রাতের আঁধারে কৃষকের ৪০/৫০ মন তরমুজ কেটে নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতাপনগর নাকনা গ্রামের গোয়াকাটি মৌজার গড়ুই মহাল খালপাড় বিল মাঠের খেতে এ ঘটনা ঘটে। সরোজিনী যেয়ে খেত মালিক মাওঃ আব্দুর রশিদ ও ম্যানজার শফিকুল ইসলাম মল্লিক ফারুকীর সুত্রে যানা যায় এ ঘটনার একদিন পূর্বে খামারের ম্যানেজারের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী অল্প বয়সী তিন কিশোর খেতে প্রবেশ করে ইচ্ছা মতো তরমুজ খায়। তাঁরা চলে যাওয়ার সময় তিনজন আরো তিনটি তরমুজ নিয়ে খেত থেকে বের হওয়া মুহূর্তে খামার ম্যানেজার ফারুকী তাদের কে দেখে ফেলে। অতঃপর ঐ তরমুজ তাদের কে খাওয়ায় এবং এভাবে আর নাইতে নিষেধ করে ও তাদের অভিভাবকদের জানায়। ঠিক তার একদিন পর খেতের প্রায় ৪০/৫০ মন তরমুজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে নষ্ট করে ফেলে রেখে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। কৃষকের এহেন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। কৃষক মাওঃ আব্দুর রশিদ হতাশার সুরে বলেন লবনাক্তার এ এলাকায় শুধু মাত্র আমি সম্পূর্ণ নতুক করে তরমুজ চাষ করে সফল হওয়ার চেষ্টা করছিলাম। খেতে প্রচুর তরমুজ হয়েছে মনে হচ্ছিল অনেক লাভবান হবো কিন্তু আমার দুর্ভাগ্য দুর্বৃত্তরা সব শেষ করে দিলো। দুষিদের ধরে ক্ষতিপূরণ আদায় করতঃ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন পুলিশ প্রশাসনের কাছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com