কালিগঞ্জ ব্যুরো \ কালীগঞ্জের মথুরেশপুরের ছনকায় ইউনিভার্সেল রেড লাভ সোসাইটি ক্লাব ক্রিড়া, সংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে পালন করলো ১৪৩২ বর্ষবরণ। শুক্রবার সারাদিনব্যাপী বিভিন্ন ক্রিড়া, সংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে ১৪৩২ ক্লাবের প্রায় একশত যুবক মিলে নতুন বর্ষবরণ ভাগাভাগি করে নিল নিজেদের মধ্যে। “যা কিছু পুরনো তা হোক ইতিহাস নতুন বছরের হোক নতুন আশ্বাস, সুখ শান্তি ও সফলতায় ভরে উঠুক সবার জীবনে প্রতিটি অধ্যায়” এই ¯েøাগানকে সামনে রেখে ক্রীড়াঙ্গনে সকালের উপস্থিতিতে প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানে দিনের কর্মসূচি শুভ সূচনা হয়। সাড়া সারাদিনব্যাপী চলা বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠানের প্রায় আঠারোটি ইভেন্টের প্রত্যেকটি প্রথম দ্বিতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয়। জুম্মা নামাজবাদ সকলেই প্রীতিভোজের অংশগ্রহণ করেন। সারাদিন মেঘলা আকাশ গ্রীষ্মের খরতাপ থেকে রক্ষা সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে, কাছি টানা, হাড়িভাঙ্গা, ফুটবল, ক্রিকেট, বালিশ ছোড়া, মেয়েদের চেয়ার সিটিং, ছেলেদের মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো সহ প্রায় আটরটি ইভেন্ট শেষে প্রত্যেকের মাঝে প্রথম দ্বিতীয় স্থান অধিকারী কে পুরস্কার বিতরণ করেন যমুনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালীগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, সমাজসেবক শেখ আব্দুর রব, মোহাম্মদ মাহবুবুর রহমান, শেখ আমজাদ হোসেন। শেখ ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সেনাসদস্য শেখ মনিরুজ্জামান মনি, শেখ আশিকুর রহমান আশিক, শেখ বাপি হাসান, শেখ শামীম, শেখ সুমন, শেখ শাহরিয়ার, আকবার, রাতুল, শেখ আরিফুল ইসলাম ইউপি সদস্য নূর নূর মোহাম্মদ বাচা মোল্লা, বিপুল, শিক্ষক আবু সালেহ আল মেহেদী শেখ আব্দুর রব ছোট্টু, সোহাগ শিক্ষক আবু আসলাম আল মেহেদী, মাস্টার শেখ লিয়াকত আলী, শেখ হাবিবুল্লাহ প্রমুখ। ক্লাবের সিনিয়র সদস্য সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত আলোচনা সভায় সকলেই ১৬ নম্বর ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে (রি-ইউনিয়ন) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান করার একটা বøাড ব্যাংক ডোনেট কমিটি করা, গ্রামের সামাজিক ও সংস্কৃতিক উন্নয়ন অবকাঠামের জন্য বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সভায় মতামত ব্যক্ত শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।