খুলনা প্রতিনিধি \ খুলনায় গতকাল রাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে অনলাইন জুয়ার অভিযোগ এনে ২ লক্ষ টাকা চাঁদা দাবি দাবিকৃত চাঁদা না পেয়ে মারপিট ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এর সময় গ্রেপ্তার ৪ যুবক। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দিরঘাট রোডে জনৈক ইখতিয়ার উদ্দিন সুমন ঢালীর বাসায় এ ঘটনা ঘটে। সুমন ঢালী জানান ৪ জন যুবক তার বাসায় গিয়ে প্রথমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার ঘরে ঢুকে। এরপর নিজেদেরকে ছাত্রদলের পরিচয় দিয়ে বলে তুই অনলাইন জুয়ার বোর্ড চালাস আমাদেরকে ২ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। সুমন ঢালী চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা শক্তির মহড়া প্রদর্শন করতঃ মারপিট করে। ভয়-ভীতি ও ত্রাস সৃষ্টি করে তার নিকট থেকে দুই জোড়া স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের রিং একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সুমন ঢালীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আসামিদেরকে ঘরের ভেতরে আটক করে তারা ৯৯৯ নাম্বারে কল করে। সংবাদ দেয় সঙ্গে সঙ্গে সোনাডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। থানা পুলিশকে সহযোগিতায় ছুটে আসে সেনাবাহিনী। এ সময় পুলিশ আসামিদেরকে গ্রেফতার করে এবং আসামিদের নিকট হতে ছিনতাইকৃত উল্লেখিত মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীরা হল (১) খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা (২৩), পিতা-মোঃ আব্দুল হামিদ সরদার, সাং-মধ্যম খলিসাবুনিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-বাগমারা, থানা-খুলনা সদর, (২) বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ (২৪), পিতা-আব্দুর সামাদ গাইন, সাং-খলিসাবুনিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং- মিস্ত্রিপাড়া, থানা-খুলনা সদর,( ৩) সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র সালাউদ্দিন (২৬), পিতা- কামরুল ইসলাম, সাং-গাবুরা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং- টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড়, থানা-খুলনা সদর এবং (৪) সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি (২১), পিতা-ইউসুফ আলী, সাং-আমতলার মোড়, থানা- খুলনা সদর, খুলনা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।