এফএনএস বিদেশ : ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ ও সুমি শহরে রাতভর রাশিয়ার হামলায় দুজন নিহত এবং কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, শহরে একজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। মেয়র ইগর তেরেখভ আরও বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে, খারকিভে গুচ্ছবোমাসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ১৫টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, শহরের একটি ‘ঘনবসতিপূর্ণ এলাকায়’ এ হামলা হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, রাশিয়ার সীমান্তের কাছে সুমি শহরে ইরানের তৈরি ‘শাহেদ ড্রোন’ ব্যবহার করে রাশিয়ার হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছে। টেলিগ্রাম বার্তায় আরও বলা হয়েছে, ‘রাশিয়া শহরের একটি বেসামরিক স্থাপনায় আঘাত করেছে।’ গত রোববার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সুমি শহরে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়। বিশ্ব নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলা ছিল চলতি বছরে ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক। ২০২২ সালের ফেব্রæয়ারিতে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে একটি। তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহŸান সত্তে¡ও বিমান হামলা বেড়েছে।