এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় আরো ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সানার শুব জেলার ফারাহ পাড়ার বাজারে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত রোববার রাতে আল ফারাহ মার্কেটে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। ধ্বংসস্ত‚পের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলের সদস্যরা। হুতি সমর্থিত সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। তকে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় নেতৃত্ব এই হামলা সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে বা তাদের অভিযানে বেসামরিক হতাহতের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্চে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর পর থেকে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে ওয়াশিংটন। হামলায় সামরিক স্থাপনাসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এরপর দেশটিতে অন্তত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।