মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

একটি স্বপ্ন, একটি ইতিহাস প্রাপ্তি রায়ের সাফল্যে গর্বিত কালিগঞ্জ বাসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আহম্মাদ উল্যাহ বাচ্চু \ কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে প্রাপ্তি রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগে (চড়ঢ়ঁষধঃরড়হ ঝপরবহপবং) বিএসএস (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। প্রাপ্তির এই সাফল্যে আনন্দে আপ্লুত হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিবারের সদস্যসহ উপজেলাবাসি। বিশেষ করে তার বাবা-মা তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার রায় ও সহকারী শিক্ষিকা নিভা রানী রায়Íএ অর্জনে ভীষণভাবে গর্বিত ও আবেগাপ্লুত। শশাঙ্ক কুমার রায় সাংবাদিকদের বলেন, আমার শিক্ষকতার শেষ সময় চলছে। এই সময়ে মেয়ের এমন কৃতিত্বপূর্ণ অর্জন আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বাবা হিসেবে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। তার শিক্ষা জীবনের যাত্রা শুরু হয় নিজ গ্রামের তারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে। ২০১৭ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে খুলনা সরকারি গার্লস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০২৫ সালে বিএসএস (অনার্স) সম্পন্ন করেন। তিনি শুধু প্রথম স্থানেই অর্জন করেননি, পাশাপাশি পেয়েছেন সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ডও। শিক্ষা জীবনে প্রাপ্তি ছিল নম্র, ভদ্র ও শিক্ষানুরাগী ছাত্রী। তার শিক্ষকদের ভাষ্যে, প্রাপ্তির মধ্যে নেতৃত্বের গুণ ও একাগ্রতা ছিল বরাবরই। এই অর্জন নিছক একটি ব্যক্তিগত সফলতা নয়, বরং তারালী মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এমন শিক্ষার্থীরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্যই গর্বের প্রতীক। আজ তার এই সফলতা আমাদের বিদ্যালয়ের জন্যও এক গর্বের বিষয়। ভবিষ্যতে শিক্ষকতা, গবেষণা এবং মানবাধিকার বিষয়ক কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে প্রাপ্তি। তার এই সাফল্য তারালীসহ গোটা উপজেলার শিক্ষার্থীদের জন্য হয়ে থাকবে এক প্রেরণার বাতিঘর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com