বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

গুজরাটে বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন পাইলট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ভারতের গুজরাটে প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন এক পাইলট। রাজ্যের আমরেলি শহরের গিরিয়া রোড এলাকার কাছে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় পুলিশ সুপার সঞ্জয় খারাত জানান, বিমানটি আমরেলি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার ওই বিমানটি কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। শাস্ত্রী নগর এলাকার কাছে একটি খালি জমিতে গিয়ে পড়ে বিমানটি। তবে তার আগে একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়। জমিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়। এদিকে কিভাবে দুর্ঘটনাটি ঘটল, তা স্পষ্ট নয়। আনন্দবাজার বলছে, এর নেপথ্যে থাকতে পারে আবহাওয়াজনিত কারণ। যান্ত্রিক ত্রæটি কিংবা পাইলটের ভুলেও হতে পারে এই বিপর্যয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। তবে পাইলট ছাড়া এখন পর্যন্ত আর কোনো হতাহতের খবর মেলেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com