এফএনএস স্পোর্টস: ইংলিশ ফুটবলের চমকপ্রদ সন্ধ্যায় চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে বার্নলি ও লিডস ইউনাইটেড। তবে শীর্ষ লিগে ফেরার স্বপ্ন আপাতত আটকে গেল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের। টার্ফ মুরে গত সোমবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে ২-১ গোলে হেরে যায় তারা। অন্যদিকে, স্টোক সিটিকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে লিডস নিশ্চিত করেছে তাদের শীর্ষস্থান।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে উঠতে হলে দলগুলোকে থাকতে হয় টেবিলের শীর্ষ দুইয়ে। ৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডসের পয়েন্ট সমান ৯৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিডস আছে এক নম্বরে। তৃতীয় স্থানে থাকা শেফিল্ড ইউনাইটেডের সংগ্রহ ৮৬ পয়েন্ট। বাকি দুই ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৯২, যা লিডস কিংবা বার্নলিকে টপকাতে যথেষ্ট নয়।
টার্ফ মুরে সোমবার রাতের ম্যাচে বার্নলির হয়ে নায়ক হয়ে ওঠেন মিডফিল্ডার জোশ ব্রাউনহিল। ম্যাচের ২৮ মিনিটে জোরালো এক শটে প্রথম গোল করেন তিনি। যদিও ৩৭ মিনিটে টম ক্যাননের গোলে সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড। তবে বিরতির ঠিক আগে, ৪৪ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বার্নলিকে আবারও এগিয়ে দেন ব্রাউনহিল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি শেফিল্ড।
হতাশাজনক হারের পরও প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন এখনো টিকে আছে হামজা চৌধুরীর দলের। চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, টেবিলের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ। সেখান থেকে বিজয়ী একটি দল সুযোগ পাবে প্রিমিয়ার লিগে উঠার। শেফিল্ডের সামনে এখন সেই শেষ সুযোগ। তবে দুটি ম্যাচেই জিততে হবে তাদের, যার প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।
লিগে ২৬ এপ্রিল শেফিল্ডের পরবর্তী ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। শেষ মুহূর্তে এসে বদলে যেতে পারে অনেক কিছুই, তবে সরাসরি প্রিমিয়ার লিগে উঠার রেস থেকে ছিটকে পড়ে এখন হামজাদের মনোযোগ একমাত্র প্লে-অফেই।