খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে এক অস্ত্রধারী সন্ত্রাসী কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। খুলনা রায়েরমহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বাবুলের ভিটার পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে সন্ত্রাসী ইমন মোল্লা (২৮)পিতা মাসুদ মোল্লা গ্রাম মোল্লাবাড়ি থানা হরিণটানা খুলনা কে গ্রেফতার করেছেন। তার নিকট হইতে শটগানের ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হইয়াছে তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।