স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বুলবুল টেলিকমে তিনজন ক্রেতা আসেন। একজন মোবাইল দেখার কথা বলে দোকানদার আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন কে ব্যস্ত রাখেন। একজন বাইরে দাঁড়িয়ে থাকেন আরেকজন দোকানের ক্যাশ থেকে ৫০ হাজার টাকা নিয়ে চলে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দোকানদার। পরে তিনি বিষয়টি বুঝতে পারলে স্থানীয় জনগণের সহায়তায় মিজান নামের এক যুবককে আটক করেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাইজিদ থানার চন্দননগর গ্রামে। পিতার নাম মৃত বাবুল। ওপর দুজন কৌশলে পালিয়ে যান। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন চোরকে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
*********************-