দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর কেরামউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ বি এন পি নেতা অধ্যক্ষ আবুল কালাম বসত বাড়ির ছাদ হতে পড়ে গুরুতর আহত হয়েছে। গতকাল বিকালে তিনি কলেজ হতে ফিরে বাড়ীর ছাদে অবস্থান কালে হঠাৎ করে নিচে পড়লে মারত্মক ভাবে আহত হয়। পরিবারের সদস্যরা তাকে নলতা হাসপাতালে নিলে মেরুদন্ডের একাধিক হাড় ভেঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। এদিকে তার আহত হওয়ার খবরে দেবহাটার বিএনপি নেতাকর্মিরা বাসভবনে ও হাসপাতালে ছুটে যান। প্রিয় অধ্যক্ষের অসুস্থতার খবরে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিশেষ ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখার সময় রাত দশটায় আহত বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালামের বাড়ীতে তার শষ্যা পাশে অবস্থান করছিলেন দেবহাটা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, বিএনপি নেতা হাসান সরাফি, আঃ বারী, আলতাফ হোসেন, আহসান উল্লাহ ডালিম, ফারুক হোসেন, আকবর আলী মিনি প্রমুখ নেতৃবৃন্দ।