বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

সৌম্যর ব্যাটে ভর করে রূপগঞ্জের বড়ো জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংককে ১০৩ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে অসাধারণ এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার, করেছেন অপরাজিত ১৫৩ রান। দারুণ সঙ্গ দিয়েছেন তামিম, আফিফরা। তাদের নৈপুণ্যে ৩৩৩ রানের পাহাড় গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে মার্শাল আইয়ুবের ৭৪ রান বাদে আর কেউই বলার মতো রান করতে পারেননি। ফলে হেরেছে ইমরুল কায়েসের দল। বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অগ্রণী ব্যাংক। সাইফ হাসান আর তানজিদ তামিমের ওপেনিং জুটিতে আসে ৮১ রান। সাইফ ৬১ বলে ৪৩ আর তানজিদ ৩৩ বলে ৫ চার ২ ছক্কায় ৪৩ রান করেন। তিনে নেমে বিস্ফোরক হয়ে ওঠেন সৌম্য। ৯২ বলে তুলে নেন সেঞ্চুরি। এরপর একই মেজাজে ব্যাট ঘোরাতে থাকেন এই তারকা ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ বলে ১৫৩ রানে। তার ১৩৬.৬১ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ১৭টি চার এবং ৬টি ছক্কার মার। এছাড়া মেহেদী মারুফ করেন ২৪ রান। তবে ফিফটি করা হয়নি আফিফ হোসেনের। তিনি অপরাজিত থাকেন ৪৫ বলে ৪ চার ১ ছক্কায় ৪৯ রানে। অগ্রণী ব্যাংকের হয়ে একটি করে উইকেট নেন শুভাগত হোম, আরিফ আহমেদ এবং জাহিদ জাভেদ। জবাবে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ইমরানুজ্জামান ও অমিত হাসান। ১৫ বলে ২৩ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। ঝড়ো ব্যাটিং করেন শুভাগত হোমও। ১৮ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে এরপর মার্শাল আইয়ুব বাদে কোন ব্যাটার ভালো করতে পারেননি। একপ্রান্ত আগলে ৯৬ বলে ৭৪ রান করেন মার্শাল। বাকিরা তেমন বড় ইনিংস খেলতে না পারায় ২৩০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে অগ্রণী ব্যাংক। তিন উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের সেরা বোলার সাইফ হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com