ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে খুলনার ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এস আই কাজল মল্লিক, ডুমুরিয়া উপজেলার প্রকৌশলী মুহা: রবিউল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাইজিদ আব্দুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাগসুদা বেগম, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, চেয়ারম্যান মো. জহিরুল হক, হুমায়ূন কবির বুলু, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এস এম রুহুল আমিন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের এজিএম কম আব্দুস সালাম, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মাকসুদা খানম, ডুমুরিয়া উপজেলা পাট উৎপাদন উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, এস আই কামরুজ্জামান, মোঃ হাবিবুর রহমান, এ্যাডভোকেট আলমগীর হোসেন,ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। মাদকদ্রব্য সম্পর্কে ইউএনও মুহাম্মদ আল আমিন বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়। জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে। মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা জীবনকে দুর্বিষহ করে। অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পরিবারকে। আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা শেষে ডুমুরিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।