শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত চিংড়ি জব্দ মাহফিলে কবির বিন সামাদকে হুমকির প্রতিবাদে মানববন্ধন জেলা বিএনপির সাংগঠনিক টিমের সাথে দেবহাটা বিএনপির মতবিনিময় দেবহাটা শিশু পুষ্টি বিষয়ক সেমিনার দেবহাটা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতের অভিযান অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত আম সহ গাড়ী জব্দ প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে দাওয়াতি সভা পাইকগাছার কেন্দ্রীয় পূজা মন্দিরে দু’দিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছায় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আশাশুনির মাদ্রাসা গুলোতে বায়োমেট্রিক হাজিরা স্থাপনের নির্দেশনা প্রদান আশাশুনি বিএনপির সার্স কমিটি গঠন কল্পে সভা

এল ক্লাসিকোর আগে ইনজুরির ধাক্কা রিয়াল শিবিরে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সর্বশেষ তিনটি এল ক্লাসিকোতেই হেরেছে রিয়াল মাদ্রিদ। এখন জয়ের জন্য মরিয়া কার্লো আনচেলত্তির দল। আগামী কাল শনিবার স্প্যানিশ কোপা দেল রে—র ফাইনালে ফের বার্সেলোনার মুখোমুখি হবে লস ব্লাঙ্কসরা। এবার জিতলে এল ক্লাসিকোয় ৮ মাসেরও বেশি সময়ের অপেক্ষার প্রহর শেষ হবে রিয়ালের। আগামীকাল শনিবারের এল ক্লাসিকোর আগে রিয়ালের সঙ্গী হয়েছে উদ্বেগ—উৎকণ্ঠা। লা লিগায় গত বুধবার গেটাফের বিপক্ষে খেলতে নেমে ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা পড়েছেন ইনজুরিতে। যে কারণে বার্সার বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে এই দুই তারকাকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই রিয়ালের। অর্থাৎ গেটাফেকে ১—০ গোলে হারালেও রিয়াল শিবিরে বিরাজ করছে অস্বস্তি। সেটি শুধু এল ক্লাসিকোর কথা ভেবে। তবে গত বুধবারের কষ্টার্জিত জয়ে লা লিগা শিরোপার আশা বাঁচিয়ে রাখতে পেরে কিছুা হলেও স্বস্তি অনুভব করছে রিয়াল। ম্যাচ—পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল মেডিকেল পরীক্ষার রিপোর্ট দেখেই বলা যাবে। তবে (আলাবা ও কামাভিঙ্গা) দুজনেরই পায়ের পেশির চোট রয়েছে এবং শনিবারের ফাইনালে তাদের খেলার সম্ভাবনা খুবই কম।’ মেন্ডি, আলাবা ও কামাভিঙ্গা যদি খেলতে না পারলে লেফট—ব্যাক পজিশনে ফ্রান গার্সিয়ার ওপর নির্ভর করতে হতে আনচেলত্তিকে। সেক্ষেত্রে বার্সেলোনার ১৭ বছর বয়সী প্রতিভা লামিন ইয়ামালকে থামানোর দায়িত্ব পালন করতে হবে গার্সিয়ার। লা লিগায় ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে কাতালানরা। লিগে এখন বাকি মাত্র ৫ ম্যাচ। আগামী দু’এক ম্যাচের মধ্যেই শিরোপা নির্ধারণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। চলতি মৌসুমে রিয়ালের বিপক্ষে দুটি বড় জয় পেয়েছে বার্সা। গেল বছরের অক্টোবরে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে ৪—০ এবং চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫—২ গোলে রিয়ালকে হারিয়েছে হানসি ফ্লিকের দল। অর্থাৎ স্বাভাবিকভাবেই এবারের এল ক্লাসিকোর আগেও ফেবারিট বার্সা। এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘ফেভারিট থাকতে পারে, কিন্তু ফাইনাল মানেই অনিশ্চয়তা। যেকোনো কিছু হতে পারে। আমাদের ভালোভাবে রক্ষণের কাজ করতে হবে, তবে সামনে আমাদের সুযোগ আসবে। আজকের জয় (গেটাফের বিপক্ষে) একটা বড় অনুপ্রেরণা। প্রথমার্ধটা ভালো ছিল, শেষটা কিছুটা কঠিন, তবে আমরা জিতেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com