 
																
								
                                    
									
                                 
							
							 
                    এফএনএস আন্তজার্তিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বেইজিংয়ে বৈঠকে মিলিত হন। গত বুধবার উভয় পক্ষ ইরান পারমাণবিক চুক্তি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি নিয়ে গভীর আলোচনা করেন।
ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও চীন—ইরান বন্ধুত্ব দৃঢ় রয়েছে। দুই দেশের জন্যই এই সম্পর্ক একটি কৌশলগত ও পারস্পরিক লাভজনক পছন্দ।
তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীন—ইরান রাজনৈতিক আস্থা দৃঢ় করেছে, অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে এবং একতরফা শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।
আরাঘচি বলেন, ইরান চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়, ‘একচীন নীতি’ মানে এবং চীনের সার্বভৌম স্বার্থ রক্ষায় পাশে থাকবে।
ওয়াং ই আরও বলেন, চীন সবসময় ইরান পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে বিশ^াস করে। তিনি বলেন, চীন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারের অধিকারকে সম্মান করে এবং সব পক্ষের সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ইরানের অবস্থানকে সমর্থন করে। সূত্র: সিএমজি