দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ চলতি রবি মৌসুমে বোরো ধানের ফলন নির্ধারনের জন্য কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে বিনাধান-১০ এ নমুনা শস্য কর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধলবাড়িয়া ইউনিয়নের কৃষক মিন্টু বরকন্দাজের জমিতে বিনাধান ১০ এ নমুনা শস্য কর্তন করে হেক্টর প্রতি ৭.৫৭ টন ফলন উৎপাদন ও পর্যবেক্ষণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামান। এ বিষয়ে কৃষক বলেন উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে। ধলবাড়িয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়মিতভাবে তদারকি ও পরামর্শ দিয়ে কৃষককে সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, সারের ডিলার, লিড ফার্মার, কৃষক ও সাংবাদিক বৃন্দ। উপসহকারী কৃষি অফিসার শেখ আবু লতিফ শামসুজ্জামান সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন বোরো প্রত্যেকটি জাতের নমুনা শস্য কর্তন করে অত্র ইউনিয়নে ধানের গড় ফলন নির্ধারন করা হয়। এবছর বোরোধানের প্রত্যেকটি জাতে ভালো ফলন হয়েছে।