খুলনা প্রতিনিধি \ গতকাল বেলা ১২টায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। সভায় জানুয়ারি-মার্চ ২০২৫ পর্যন্ত ৩ মাসে ভিকটিম সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের সম্পর্কে গৃহীত কার্যক্রম, কেস ম্যানেজমেন্ট এবং ফলোআপ এর চিত্র তুলে ধরা হয়। অত:পর নারী ও শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টার সমাজের বিভিন্ন স্তরে নির্যাতনের শিকার নারী ও শিশুদের সময়োপযোগী ও পেশাগত সেবা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্টিয়ারিং কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন সমাজে নির্যাতিত নারী ও শিশুদের পাশে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। তিনি সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের আইনগত ও মানবিক দিক দিয়ে প্রাপ্য সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার সাপোর্ট সেন্টারে ভিকটিমের সাথে আগত ছোট্ট সোনামণিদের খেলার জন্য বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে জাস্টিস এন্ড কেয়ার, নবলোক, জাগ্রত যুব সংঘ, মেরী স্টপস ক্লিনিক, এসওএস চিলড্রেন ভিলেজ খুলনা, ওসিসি কেএমসিএইচ, ডিএসএস খুলনা, জেজেএস খুলনা, বøাস্ট এর প্রতিনিধি, জর্জ কোর্ট এবং সিএমএম কোর্টের আইনজীবী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।