আশাশুনি প্রতিনিধি \ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আশাশুনি উপজেলার সকল স্তরের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ৭ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর রেজিস্টার প্রফেসর মোঃ আবদুছ সাত্তার মিয়া স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান বলেন, এ বিষয়ে আমরা একটি পত্র পেয়েছি। উপজেলার সকল মাদ্রাসাকে নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, নির্দেশনা মোতাবেক ১০ জুলাইয়ের পর পরিদর্শনকালে নির্দেশনা অমান্য ও শিক্ষক-কর্মচারীর অনুপস্থিতির প্রমাণ পেলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। উপজেলার মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত ক্লাসে অংশ গ্রহণ করাতে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার মান এগিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।