প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিন। এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জামায়াত ইসলামীর গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৫ টায় প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কোলা ঈদগাহ্ ময়দানে এ দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবসার মুরতাজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ আল আমিন, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামায়াত নেতা মাওঃ মুয়াজ্জাম হোসেন, হাফেজ মাওঃ রবিউল ইসলাম, মাষ্টার ইয়াছিন আলী, প্রমুখ। উল্লেখ্য জামায়াত ইসলামীর গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে একই দাওয়াতি সভা অনুষ্ঠান প্রতাপনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গতকাল মাগরিব নামাজের পর কর্মকার বাড়ী চৌরাস্তা মোড়স্থ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ আলোচনা করেন।