২০০৮ সালের পর থেকে বন্ধ ভারত—পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। দুই দলের দেখা হয় শুধু বিশ^কাপের মতো আসরে। তবে এবার সেই বিশ^কাপেও পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ভারত। জম্মু—কাশ্মীরের ঘটনার পর পাকিস্তানের সাথে একই গ্রুপে যাতে তাদের না রাখা হয়, এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিসিআই— এমন গুঞ্জন উঠেছে। সেক্ষেত্রে আইসিসির আয়েও ভাঁটা পড়বে। কারণ এখনও ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় লড়াই ভারত—পাকিস্তান ম্যাচ। আইসিসির ইভেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা দীর্ঘদিনের। সামনে নারী ওয়ানডে বিশ^কাপ, আগামী বছর পুরুষদের টি—২০ বিশ^কাপ রয়েছে। নারী বিশ^কাপ হবে রাউন্ড রবিন ফরম্যাটে, আবার টি—২০ বিশ^কাপে ভারত—পাকিস্তানকে একই গ্রুপে রাখার সম্ভাবনা ছিল। এমনকি যুব বিশ^কাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে রাখা হয় একই গ্রুপে। বিসিসিআই তাদের চিঠি পাঠানোর দাবিকে সত্য নয় দাবি করলেও এসিসি ইভেন্টেও ভারত পাকিস্তানের সাথে খেলতে আগ্রহী হবে না বলে কোথাও কোথাও দাবি করা হয়েছে। এ বছরই ভারতে হওয়ার কথা এশিয়া কাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দেওয়া পাকিস্তানের শর্ত অনুযায়ী তারা ভারতের মাটিতে খেলবে না, ম্যাচ আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। ক্রিকবাজ দাবি করেছে, শেষপর্যন্ত এশিয়া কাপ পুরোটাই নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ভারত—পাকিস্তান সম্পর্কের জেরে এশিয়া কাপ পিছিয়েও যেতে পারে। সব কিছুই নির্ভর করছে আগামী দিনে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কেমন থাকে— তার ওপর।