ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে আরসিবির হয়ে ৪২ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এই ইনিংসে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন কোহলি, পেছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজমকে। স্বীকৃত টি—টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ৫০ ছোঁয়া ইনিংসের রেকর্ড গড়েছেন কোহলি। বর্তমানে ৬২ বার পঞ্চাশ ছুঁয়ে তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি। এতদিন এই রেকর্ডটা যৌথভাবে ছিল বাবর আজম এবং বিরাট কোহলির। বাবরের পঞ্চাশ ছোঁয়া ইনিংস ৬১টি। তালিকাতে কোহলি এবং বাবরের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২), ফাফ ডু প্লেসিরা (৫২)। সব মিলিয়ে টি—টোয়েন্টি ক্রিকেটে কোহলির পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সংখ্যা এখন ১১১। এখানেও গড়েছেন রেকর্ড, ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে। কোহলির সামনে এখন শুধুই ডেভিড ওয়ার্নার (১১৭)। ২০২৪ টি—টোয়েন্টি বিশ^কাপ জিতে আন্তর্জাতিক টি—টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিয়েছেন কোহলি। তবে খেলে যাচ্ছেন আইপিএলে। আইপিএলের এবারের আসরে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। সর্বশেষ ৬ ইনিংসের ৪টিতেই হাঁকিয়েছেন ফিফটি। সব মিলিয়ে ৯ ইনিংসে ফিফটি পেয়েছেন ৫টি। আরসিবিও আছে দারুণ ছন্দে। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে টেবিলের ৩য় স্থানে। তাদের পরের ম্যাচ আগামীকাল রোববার, প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস।