আগামীকাল রোববার অ্যানফিল্ডে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে লিভারপুল। নিশ্চিতভাবে এদিন গ্যালারি কানায় কানায় পূর্ণ করবেন অলরেড ভক্ত—সমর্থকরা। তাদের সামনে যেন প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করা যায়, সেই চিন্তাই করছেন লিভারপুল কোচ আর্নে স্লট। টটেনহামের বিপক্ষে হার এড়ালেই রেকর্ড ছোঁয়া ২০তম লিগ ট্রফি নিশ্চিত করবে স্লটের দল। আর এক পয়েন্ট পেলেই চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হবে তারা। লিভারপুল এর পরের লিগ ম্যাচ খেলবে চেলসির মাঠে। তাই ঘরের মাঠেই শিরোপা জেতার একটা চাপ আছে, স্বীকার করলেন স্লট। গতকাল শুক্রবার সাংবাদিকদেরকে স্লট বলেছেন, ‘এটা একটা বড় দায়িত্ব। শেষবার ক্লাব লিগ জিতেছিল কোভিডের সময়। তাই সবাই রোববারের ম্যাচের দিকে তাকিয়ে।’ পাঁচ বছর আগে রেডরা সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। ওইবার অ্যানফিল্ডের দর্শকশূন্য মাঠে ট্রফি হাতে নেয় তারা। এবার ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষণটা সামনে থেকে দেখতে চান ভক্ত—সমর্থকরা। স্লট বললেন, ‘আমরা জানি এখনও কাজ বাকি। আমাদের অন্তত একটি পয়েন্ট চাই। আমাদের ভক্তরাও তা জানে। তারা যখন স্টেডিয়ামে আসবে তখন সম্ভাব্য সেরা সমর্থন আমাদের দেবে, যেভাবে তারা পুরো মৌসুম দিয়েছে। দারুণ এক ম্যাচের অপেক্ষায় প্রত্যেকে, কিন্তু রোববারের ম্যাচে আমাদেরও দায়িত্ব পালন করতে হবে।’