মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগরদাঁড়ি ট্রাকের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু কাশ্মিরের বিভিন্ন স্থানে বাড়ি ‘চিহ্নিত’ করে ভাঙচুর, আনুষ্ঠানিক কিছু জানায়নি পুলিশ ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের মন্ত্রী সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত নৈশপ্রহরীর সহযোগিতায় মাধবকাটি বাজারে দুর্ধর্ষ চুরি \ মালামাল সহ চোর আটক শ্যামনগরে উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ মাকে মারপিট \ ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদÐ কালিগঞ্জে বেড়িবাঁধের মেরামতের কাজ পরিদর্শনে খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী

তানজিমের উপর ভরসা রাখছেন সিমন্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সাদা বলে বাংলাদেশ দলে এখন নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব। ২০২৩ ওয়ানডে বিশ^কাপের পর ২০২৪ টি—টোয়েন্টি বিশ^কাপেও খেলেছেন তানজিম। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন তানজিম সাকিব। এবার ডাক পেয়েছেন লাল বলের টেস্ট স্কোয়াডে। জিম্বাবুয়ে সিরিজেই প্রথমবারের মত টেস্টে ডাক পেলেন তানজিম। এর আগে সাদা বলে নিয়মিত খেললেও লাল বলে অতটা নিয়মিত ছিলেন না তিনি। খেলেছেন চার দিনের ম্যাচ, ‘এ’ দলের কিছু ম্যাচে। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। তবে তানজিমকে নিয়ে বেশ আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স। চট্টগ্রামের টেস্টের আগে সংবাদ সম্মেলনে তানজিম সাকিবকে নিয়ে সিমন্স জানিয়েছেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’ এছাড়া ম্যাচের আগে পেস আক্রমণ নিয়ে সিমন্স বলেছেন, ‘আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, সেখানে বেশি একটা পার্থক্য নয় এখান থেকে। সাকিব তরুণ এখনও। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।’ আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১—০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com