বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বড়ো ধরণের নিষেধাজ্ঞার শঙ্কায় রুডিগার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গত শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে ৩—২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। চরম উত্তেজনাকর এই ম্যাচে এমন কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করেছেন রিয়ালের ফুটবলাররা, যার জেরে তিনজনকে দেখতে হয়েছে লাল কার্ড। এই তিনজন হলেন— লুকাস ভাসকেস, অ্যান্টোনিও রুডিগার ও জুড বেলিংহ্যাম। এর মধ্যে রুডিগারের অপরাধ গুরুতর বলে ধরা হচ্ছে। রিয়ালের এই ডিফেন্ডারের বিপক্ষে অভিযোগ, উত্তেজিত পরিস্থিতিতে রেফারির দিকে বরফ ছুড়ে মেরেছেন তিনি। এমনকি লাল কার্ড দেখানোর পর রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত আচরণের জন্য বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন জার্মান ডিফেন্ডার রুডিগার। সেভিয়ায় ১২০ মিনিটের শ^াসরুদ্ধকর লড়াইয়ে ১১৬ মিনিটে জুলেস কুন্দের গোলে জয় পায় বার্সা। ম্যাচের শেষ মুহূর্তে রিয়ালের বেঞ্চে উত্তেজনা চরমে পৌঁছায়। ক্ষুব্ধ রুডিগার রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএচিয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। লুকাস ভাসকেস ও ভিনিসিয়ুস জুনিয়র মাঠে দৌড়ে এসে হাত নাড়িয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এরপর টাচলাইনের কাছ থেকে একটি বরফের টুকরো ছুঁড়ে মারেন রেফারির দিকে। ওই সময় রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও সেখানে দাঁড়িয়ে ছিলেন। রেফারি দে বুরগোস টাচলাইনের কাছে এসে ভাসকেস এবং রুডিগারকে লাল কার্ড দেখান। রুডিগার তখন রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। রিয়ালের কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড়; যেমন, ফেরলান্ড মেন্ডি ও হেসুস ভাল্লেজো রুডিগারকে শান্ত করার চেষ্টা করেন। তিনি তখন তার ডান হাঁটু থেকে বড়সড় বরফের প্যাকেট সরিয়ে ফেলেন। টেকনিক্যাল এরিয়া থেকে সরিয়ে নেওয়া হলেও রুডিগার আবার ফিরে এসে মাঠের মাঝখানে রেফারির কাছে যাওয়ার চেষ্টা করেন। তবে রিয়ালের গোলকিপার কোচ লুইস লোপিস ও গোলকিপার আন্দ্রেই লুনিন তাকে বুঝিয়ে মাঠ ছাড়িয়ে দেন। এরপর আর রুডিগারকে দেখা যায়নি। বার্সেলোনার সম্মান প্রদর্শন কিংবা ট্রফি উদযাপনের সময়ও রুডিগার ছিলেন না। রেফারি দে বুরগোস স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে জমা দেওয়া অফিসিয়াল রিপোর্টে উল্লেখ করেন, ‘রুডিগার একটি বস্তু ছুড়েছিলেন যা কাছাকাছি এসে পড়েছিল, তবে আমার গায়ে লাগেনি।’ রিয়ালকে হারিয়ে ট্রেবল জয়ের লক্ষ্যে ছুটতে থাকা বার্সার একটি শিরোপা নিশ্চিত হয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে কাতালানরা। লা লিগায়ও শিরোপার কাছাকাছি হানসি ফ্লিকের দল। অন্যদিকে চলতি মৌসুমে কোনো শিরোপা ছাড়াই থাকতে হবে পারে রিয়ালকে। চ্যাম্পিয়নস লিগ থেকে ইতিমধ্যেই তারা পড়েছে। গত শনিবার হাতছাড়া হয়েছে স্প্যানিশ কোপা। লা লিগায়ও টেবিলটপার বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে কার্লো আনচেলত্তির দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com