বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পানির গুরুত্ব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

এক বোতল পানির মূল্য আমরা বুঝি তখনই, যখন শরীর ক্লান্ত, তৃষ্ণার্ত, কিংবা ত্বক তার স্বাভাবিক জৌলুশ হারাতে শুরু করে। অথচ আমাদের প্রতিদিনের এই অমূল্য উপাদানটি ত্বকের সৌন্দর্য রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখে, তা অনেকেই জানি না বা গুরুত্ব দিই না। বিশেষজ্ঞরা বলেন, ত্বকের যত্নে বাহ্যিক যত্নের যতটা গুরুত্ব রয়েছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলে শরীরের ভেতরের পরিচর্যা। আর এই ভেতরের পরিচর্যায় পানির ভূমিকা অপরিসীম। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খেলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি ত্বকও পায় প্রাণ। চলুন জেনে নেওয়া যাক, ত্বক ভালো রাখতে পানি পানের কিছু চমৎকার উপকারিতা সম্পর্কে—

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
নিয়মিত পানি পান করলে রক্ত সঞ্চালন ভালো হয়, যা ত্বকের ভেতর থেকে এক ধরণের দীপ্তি নিয়ে আসে। বাহ্যিক কসমেটিক্সে যতই যত্ন নেওয়া হোক না কেন, প্রাকৃতিক উজ্জ্বলতা আসে ভেতরের যত্ন থেকেই।

ত্বককে রাখে আর্দ্র ও কোমল
পানি শরীরের কোষগুলোকে হাইড্রেট রাখে। এর ফলে ত্বক শুকিয়ে যাওয়া বা খসখসে হওয়ার সম্ভাবনা কমে যায়। পানির অভাবে ত্বকে টান লাগা, চুলকানি কিংবা রুক্ষতা দেখা দিতে পারে, যা নিয়মিত পানি পানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা যায়।

ব্রণ ও ফুসকুড়ি প্রতিরোধে সহায়ক
দেহের ভেতরের টক্সিন বা বিষাক্ত উপাদানগুলো যদি ঠিকভাবে বের না হয়, তাহলে তা ত্বকে প্রভাব ফেলে। ব্রণ, ফুসকুড়ি বা ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত পানি খেলে দেহের এই টক্সিন ঘাম ও মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, ফলে ত্বক থাকে সুস্থ ও পরিষ্কার।

বয়সের ছাপ প্রতিরোধ করে
যারা পানি কম খান, তাদের ত্বকে খুব দ্রুত বলিরেখা পড়ে, ত্বক হয়ে যায় নিস্তেজ। পানি ত্বকের নমনীয়তা বজায় রাখে, ফলে তা টানটান ও তরুণ দেখায়। বয়স বাড়লেও ত্বকে তেমন ছাপ পড়ে না।

চোখের নিচের কালি হ্রাসে সহায়তা করে
ঘুমের অভাব, স্ট্রেস বা পানিশূন্যতা—এই তিন কারণে চোখের নিচে কালি পড়ে থাকে। দিনে পর্যাপ্ত পানি খেলে এই সমস্যা অনেকটাই কমে যায়। ত্বক ফিরে পায় তার স্বাভাবিক রঙ ও প্রাণ।

পানি খাওয়ার সঠিক পরিমাণ ও নিয়ম
প্রতিদিন কমপক্ষে ৮—১০ গ্লাস পানি খাওয়া উচিত। তবে গরমে বা যারা বেশি কাজ করেন, তাদের জন্য প্রয়োজন হতে পারে আরও বেশি। খাবারের আগে ও পরে, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পানি খাওয়ার অভ্যাস গড়ে তুললে ত্বকসহ পুরো শরীরই উপকৃত হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com