সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল—জাজিরাকে প্রধান উপদেষ্টা মোদি বললেন শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না পাকিস্তান—আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫৪ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ শ্যামনগরে পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার চুনারব্রীজ মাদীনাতুল উলুম মাদানীনগর মাদরাসার হিফজ ছবক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে ইয়াবা সহ ২ জন গ্রেফতার তালায় ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জে ভাঙন কবলিত ভেড়ীবাধ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ নলতা মিতালী কচি—কাঁচার মেলার আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনা বিশ^বিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

খুলনা বিশ^বিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনার রবিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খুলনা বিশ^বিদ্যালয় দেশের একটি অন্যতম স¦নামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষাকার্যক্রমে সংশ্লিষ্ট রয়েছে। এটা শুধু বড় বড় বিল্ডিং আর ইমারত দিয়ে তৈরি হয়নি, বরং এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহুসংখ্যক শিক্ষার্থী সুনামের সাথে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে। তবে বর্তমানে এ বিশ^বিদ্যালয়ের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত আবাসিক হলের সুবিধা থাকা খুবই জরুরি। এছাড়া ভারি বৃষ্টি হলেই বিশ^বিদ্যালের মধ্যে জলাদ্ধতা তৈরি হয়। বিশ^বিদ্যালয় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে জমি অধিগ্রহণ করা যেতে পারে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকেই হাল ধরতে হয়। সুন্দর পরিবেশের একটি বিশ^বিদ্যালয় তৈরির জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাস ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। খুলনা সিভিল সোসাইটি’র সভাপতি এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম। বিশ^বিদ্যালয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটি’র সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। খুলনা সিভিল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে শিক্ষক—শিক্ষার্থী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।—তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com