দেবহাটা অফিস \ সাতক্ষীরা—কালীগঞ্জ মহাসড়কের যাত্রীবাহী বাস তল্লাশী করে ৮ ক্যারেট কেমিক্যাল অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বহেরা বাজার এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঢাকা মেট্রো—১৪—০২৫৭ নাম্বারের বাসটি থেকে এসব কেমিক্যাল মেশানো আম স্থানীয়রা জব্দ করে কুলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। বহেরা এলাকার জনসাধারন জানান, স্থানীয়রা ওই বাসটিকে আটকে ইউএনওকে ফোন করেন। পরে তার নির্দেশে বাস থেকে আমগুলো নামিয়ে নিয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউএনও কার্যালয়ে হস্তান্তর করা হয়। তবে ওই বাসে থাকা যাত্রীদের কেউ কেমিক্যাল মেশানো আম গুলোর মালিকানা দাবি করেনি। উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে দেবহাটা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ঢাকাগামী পরিবহন হতে বিপুল পরিমান ক্যামিক্যাল মেশানো অপরিপক্ক আম সহ পরিবহন জব্দ করে।