পাটকেলঘাটা প্রতিনিধি \ তালা উপজেলা খাদ্য গুদাম পাটকেলঘাটায় রবিবার বেলা ১২টার সময় বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল ফিতা কেটে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন। এবছর ১২শ ৭০ মেট্রিক টন ধান ১৪শ ৪০ টাকা মণ প্রতি ও ৫ হাজার ৯৫২ মেট্রিক টন চাল ৪৯ টাকা কেজি প্রতি ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, খাদ্য কর্মকর্তা মাসুদুর রেজা, মিল মালিক সমিতির আলহাজ্ব ইবাদুল ইসলাম, ধানচাষীসহ আরো অনেকে।