বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার মিতালী কচি—কাঁচার মেলার আয়োজনে নলতা হাইস্কুল প্রাঙ্গণে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় কচি—কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক রোকনুজ্জামান খানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ছাড়া পাঠ ও পহেলা বৈশাখে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের নলতা মিতালী কচি—কাঁচার মেলার পরিচালক আব্দুল বারী আল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঢাকার গণসংযোগ কর্মকর্তা আলহাজ্জ জোমায়েত আলী, সাহিত্যি গাজী আজিজুর রহমান, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শিক্ষক মাহবুর রহমান, মুজিবর রহমান বাবলু, শিক্ষক আলমগীর কবির প্রমূখ।