বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিররুল ইসলাম এর দিক নির্দেশনায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা এর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১০ টায় এসআই (নিঃ) মোঃ মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার জাওয়াখালী গ্রামস্থ চুনার ব্রীজের উত্তর পাশে গুমানতলী গ্রামের আলহাজ্ব আহম্মদ আলী গাজীর পুত্র মোঃ মোজাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৬ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ দক্ষিণ—পশ্চিম আটুলিয়া গ্রামের আবু বক্কার সিদ্দিক ঢালীর পুত্র ইমরান বাবু ঢালী (২৩), গাবুরা ডুমুরিয়া গ্রামের ইমান হোসেন খানের পুত্র মোঃ আলমগীর খান (২৮)কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং—৩১, তারিখ—২৭/০৪/২৫, ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সরণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করে আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে সোপদ্দর্ করা হয়েছে।