মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগরদাঁড়ি ট্রাকের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু কাশ্মিরের বিভিন্ন স্থানে বাড়ি ‘চিহ্নিত’ করে ভাঙচুর, আনুষ্ঠানিক কিছু জানায়নি পুলিশ ভারতে নিষিদ্ধ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল, বিবিসিকে সতর্কবার্তা ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের মন্ত্রী সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত নৈশপ্রহরীর সহযোগিতায় মাধবকাটি বাজারে দুর্ধর্ষ চুরি \ মালামাল সহ চোর আটক শ্যামনগরে উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ মাকে মারপিট \ ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদÐ কালিগঞ্জে বেড়িবাঁধের মেরামতের কাজ পরিদর্শনে খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী

স্পিরিট অ্যারো সিস্টেমসের সম্পদ কেনার চূড়ান্ত চুক্তি করলো এয়ারবাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস যুক্তরাষ্ট্রের দুর্দশাগ্রস্ত সাব-কন্ট্রাক্টর স্পিরিট অ্যারোসিস্টেমসের কিছু সম্পদ অধিগ্রহণের চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। গতকাল সোমবার তারা এই চুক্তির ঘোষণা দেয়। প্যারিস থেকে এএফপি এই সংবাদ জানান। এয়ারবাস প্রায় এক বছর আগে স্পিরিট অ্যারোসিস্টেমসের কিছু কার্যক্রম অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছিল, যা বিমান নির্মাতাদেরকে ফিউজলেজ, ডানা এবং অন্যান্য উপাদান সরবরাহ করে। সে সময় এয়ারবাস বলেছিল, চুক্তির লক্ষ্য হলো ‘এর বাণিজ্যিক বিমান প্রকল্পগুলোর জন্য সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একটি আরো টেকসই অগ্রগতির পথ তৈরি করা।’ গতকাল সোমবার এয়ারবাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কিনস্টন, ফ্রান্সের সেন্ট নজেয়ার এবং মরক্কোর কাসাবøাঙ্কায় স্পিরিটের স্থাপনাগুলো অধিগ্রহণ করবে। এছাড়াও, যুক্তরাষ্ট্রের উইচিটা (কানসাস), উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট এবং স্কটল্যান্ডের প্রেস্টউইক-এ ফিউজেলাজ, উইং এবং অন্যান্য যন্ত্রাংশের উৎপাদন কার্যক্রমও অধিগ্রহণ করবে এয়ারবাস। এয়ারবাস স্পিরিট অ্যারোসিস্টেমস থেকে সাইটগুলি অধিগ্রহণের জন্য ৪৩৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে, যা গত বছরের জুলাই মাসে ঘোষিত ৫৫৯ মিলিয়ন ডলারের চেয়ে কম। বোয়িং গত বছর ৪.৭ বিলিয়ন ডলারে স্পিরিট অ্যারোসিস্টেমস অধিগ্রহণের জন্য একটি চুক্তি ঘোষণা করেছে, যার ফলে ২০০৫ সালে তৈরি একটি মূল সরবরাহকারী সংস্থা আবারো তাদের মালিকানাধীন হয়েছে। স্পিরিট অ্যারোসিস্টেমস ২০২৩ সালে ৬১৬ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com