মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ গড়তে আলোকিত সুন্দর পৃথিবী ; এগিয়ে এসো হে প্রিয় মেধাবী। ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে দশটায় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাসের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উলেখ্য সংবর্ধিত কৃতি শিক্ষার্থী প্রতাপনগরের মতো বিদ্ধস্ত অজপাড়া গাঁ থেকে, দরিদ্রতাসহ নানা প্রতিকূলতা পেরিয়ে এবতেদায়ী সমাপনীতে ২০১৩ সালে গোল্ডেন এ প্লাস, নিম্ন মাধ্যমিক (জিএসসি) ২০১৬ গোল্ডেন এ প্লাস, এস এস সি পরিক্ষায় ২০১৯ সালে গ্লোন্ডেন এ প্লাস পেয়ে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেন। সাতক্ষীরা গভমেন্ট কলেজ থেকে এইচএসসি গোল্ডেন এ প্লাস নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে। মানবতা ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে দৃঢ় প্রতিজ্ঞায় সফল চিকিৎসক হওয়ার স্বপ্নে এগিয়ে চলছে গ্রাম ডাঃ ফারুক হোসেনের সন্তান। সারাদেশে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজে মাত্র ৪৩৫০ টি আসনের মধ্যে মাগুরা মেডিকেল কলেজে চান্স পেয়ে পিতা মাতা গুরুজনদের সম্মান কুড়িয়েছে। বিধ্বস্ত জনপদের ফারহানা দরিদ্রতার নানা প্রতিকূলতা পেরিয়ে যেন সফল একজন ডাঃ হয়ে অসুস্থ মানুষের সেবা করতে পারেন এমনই আশা আখাংকা কৃতি এই শিক্ষার্থীর।