কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরার কলারোয়া উপজেলা আয়োজনে বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি’র সভাপতি সামসুর রহমানের সভাপতিত্বে এ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, সাতক্ষীরা ড্রাগ সুপার বাশারাফ হোসেন, জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি’র সভাপতি আলহাজ¦ দিনআলী, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, পাটকেলাঘাটা থানা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি’র সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, ডা. আব্দুল হান্নান, শেখ হুমায়ুন কবীর শিমুল, আশরাফ আলী, পলাশ হোসেন, মিন্টু, আব্দুল কালাম, সুমন চৌধুরী, বাবলু, শেখ হুমায়ুন কবীর প্রমুখ। সমগ্র অসুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি’র সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান।